রায়গঞ্জের এই বিশেষ নকশার প্রদীপের চাহিদা রাজ্যজুড়ে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 26, 2019, 8:31 AM IST

ডিজিটাল ও LED আলোর দাপটের মাঝেই নানা ধরনের মাটির প্রদীপ গড়ে ক্রেতাদের মন জয় করতে প্রস্তুত কালিয়াগঞ্জ হাটপাড়া । বাঁকুড়া, বীরভূমের পোড়ামাটির আদলে ঝাড়প্রদীপ, গাছাপ্রদীপ, প্রদীপের গুচ্ছ বা স্ট্যান্ড প্রদীপ, পঞ্চপ্রদীপ, আলাদিনের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ-সহ নানান ধরনের মাটির প্রদীপ তৈরি করে ঐতিহ্য বাঁচানোর লড়াইয়ে এখানকার মৃৎ শিল্পীদের একাংশ । কালীপুজোর আগে ক'টা দিন কর্তাদের সঙ্গে কাজে হাত লাগান বাড়ির মহিলারাও । দিন-রাত খেটে যে প্রদীপ তাঁরা বানান, দাম রাখেন ন্যূনতম । 50 -1000 টাকা দামের এই প্রদীপ শুধুমাত্র রায়গঞ্জ নয়, পাইকারি হয় পার্শ্ববর্তী জেলা শিলিগুড়ি সহ- রাজ্যের বিভিন্ন জেলায় । এই হাটপাড়ার প্রদীপ স্থান পায় বিভিন্ন হস্তশিল্প মেলায়ও । কীভাবে গড়েন এত সুন্দর প্রদীপ, এতে পরিশ্রমই বা কতটা? দেখে নিন ভিডিয়োয়....

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.