"কৃষক আন্দেলনকে কালিমালিপ্ত করতে চাইছে ভারত সরকার" মন্তব্য অধীরের - "কৃষক আন্দেলনকে কালিমালিপ্ত করতে চাইছে ভারত সরকার" মন্তব্য অধীরের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2021, 1:20 PM IST

"আদি তৃণমূল, নব্য তৃণমূল এর সঙ্গে এখন যোগ হয়েছে হালের তৃণমূল৷ তারা হাতের কাছে যা পায় তা দিয়েই পেট ভরায় ৷" স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই গতকাল নদিয়ার কালিগঞ্জে একটি জনসভা থেকে বার্তা দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি ৷ কৃষক আন্দোলন প্রসঙ্গে বলেন," কৃষকের একটা বড় অংশ যেভাবে লালকেল্লায় হামলা চালায় চা অত্যন্ত নিন্দাজনক ৷" পাশাপাশি সাধারণতন্ত্রের দিন দিল্লি পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, " একটা বড় অংশ লালকেল্লায় পৌঁছাল ৷ অসভ্যতা করল ৷ অথচ দিল্লি পুলিশ কাউকে কোনও বাধা দিল না ৷ হাতে হাত গুটিয়ে বসে থাকল ৷ আমি বলব, ভারত সরকার একটা বিছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা কৃষক আন্দেলনকে কালিমালিপ্ত করতে চাইছে" ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.