রামকৃষ্ণদেবের জন্মতিথিতে ভক্তের ঢল মালদা রামকৃষ্ণ মিশনে - মালদা
🎬 Watch Now: Feature Video
আজ ভোর থেকে রামকৃষ্ণদেবের জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনেও ৷ ভোর থেকেই মিশনে উপচে পড়েছে ভিড় ৷ ভোরে মঙ্গলারতি, ঊষা কীর্তন শেষে মন্দিরে ঠাকুরের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় ৷ শেষে প্রসাদ বিতরণ করা হয় ৷ BJP নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি বলেন, "দিনটিকে উদ্যাপনের জন্য মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ অসাধারণ ব্যবস্থা নিয়েছে ৷ প্রতি বছরের মতো এবারও কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে এই উৎসব পালন করছে ৷ এমন অসাধারণ বাতাবরণ আমাদের পরম প্রাপ্তি ৷"