SMC Election 2022 : ভোটে প্রার্থী হয়েই শিলিগুড়িতে মনীষীদের মূর্তি পরিষ্কারের ধূম - statue cleaning by bjp
🎬 Watch Now: Feature Video
সামনেই শিলিগুড়ি পৌর নির্বাচন (SMC Election 2022) ৷ প্রচার শুরুর আগে শুক্রবার মনীষীদের মূর্তি পরিষ্কারে হাত লাগালেন 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ৷ ভোট আসছে বলেই কি মূর্তি পরিষ্কার (statue cleaning in siliguri) ? বিজেপি প্রার্থী অবশ্য তা মানতে নারাজ ৷ তাঁর দাবি, শাসকদল পৌরসভা পরিষ্কার করলেও মনীষীদের দিকে ফিরেও দেখেন না ৷ শাসকের পাল্টা, ভোটের আগে প্রচারে আসতেই বিজেপি এসব করছে ৷ তবে স্বাভাবিকভাবে ভাবলে একথা স্পষ্ট, ভাগ্যিস ভোট ছিল ৷ তাইতো বছরে একবার হলেও পরিষ্কার হওয়ার সুযোগ পান রামমোহন, অরবিন্দরা ৷