টুসু গানের সুরে CAA বিরোধিতা - Tusu
🎬 Watch Now: Feature Video
টুসু পরবে প্রতিবাদের সুর ৷ গতরাতে কুলটির মিঠানি গ্রামের একটি বাড়িতে টুসুর জাগরণ অধিবাসের সুরে উঠে এল নাগরিক সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে প্রতিবাদ ৷ পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশ ও পুরুলিয়ার বিস্তীর্ণ অংশ একদা কাশীপুর রাজার রাজত্ব ছিল ৷ কাশীপুর রাজার কন্যা নথি দেখাতে না পারলে তাকেও দেশ ছাড়া করা হবে ? এমনই প্রশ্ন শোনা গেল টুসু গানে ৷ সুধীর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে এই টুসু গান শোনা গেছে ৷