শূন্যে গুলি, দুর্গাপুরে আটক যুবক - blank fireing in Durgapu ,youth is detained
🎬 Watch Now: Feature Video
শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ দুর্গাপুর থানার ওয়াড়িয়া ফাঁড়ির অন্তর্গত মেনগেট এলাকার ঘটনা৷ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ ৷ যদিও এলাকাবাসীর দাবি, তাঁরা গুলির আওয়াজ পাননি ৷ এর আগেও বহুবার এলাকা উত্তপ্ত হয়েছে ৷ ঘটনার জেরে এলাকায় পুলিশি টহল বেড়েছে ৷