হাওড়া স্টেশনের বাইরে যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি BJP-র - লোকাল ট্রেন
🎬 Watch Now: Feature Video
সাত মাস পর আজ থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ যে কারণে খুশি সাধারণ যাত্রীরা ৷ তাই নিউ নর্মালে যাত্রীদের স্বাগত জানাতে তাঁদের উপর পুষ্পবৃষ্টি করল হাওড়া BJP ৷ স্লোগান দিতে দিতে স্টেশনের বাইরে যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করে তারা ৷ বিষয়টি নিয়ে যুব মোর্চার নেতা প্রমোদ সিং বলেন, "দীর্ঘসময়ের টানাপোড়েনের পর ফের যাত্রীরা লোকাল ট্রেনের পরিষেবা পাচ্ছেন ৷ তাই আমাদের তরফে স্বাগত জানানো হয় তাঁদের ।"