KMC Election 2021 : দলীয় দফতর থেকে মিছিলের চেষ্টা, আটক বিজেপির রাজ্য সহ-সভাপতি - BJP Stages protest against kmc election malpractices
🎬 Watch Now: Feature Video
পৌর নির্বাচন নিয়ে একাধিক অনিয়মের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে দলীয় রাজ্য দফতরের সামনে বিক্ষোভ মিছিল বের করার সময় ব্যারিকেড দিয়ে (agitation of bjp against kmc election malpractices) মিছিল আটকাল কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পর আটক বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়-সহ 20জন বিজেপি কর্মী-সমর্থক ৷