'তাণ্ডব'-এর বিরুদ্ধে বিক্ষোভ হাওড়ায় - bjp yuva morcha show protest

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 18, 2021, 5:35 PM IST

হিন্দু দেব-দেবীদের অপমানের অভিযোগ তুলে দেশের একাধিক জায়গায় এফআইআর ও মামলা দায়ের করা হয়েছে ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের বিরুদ্ধে । অবিলম্বে এই সিরিজ় বন্ধের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে । আর এবার এই সিরিজ়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন হাওড়া সদর যুব মোর্চার সদস্যরা । এই প্রসঙ্গে হাওড়া সদর যুব মোর্চার সভাপতি সমীর সাহা বলেন, "ওয়েব সিরিজ়ের কোনও সেন্সরশিপ নেই । সম্প্রতি 'তাণ্ডব' নামে একটি ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছে । সেখানে শিব ঠাকুরকে অপমান করা হয়েছে । ওই সিরিজ়ের পরিচালক বা কেউ বাংলায় এলে আমরা তাদের ছাড়ব না । জুতো দিয়ে পেটাব ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.