চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে যুবক-যুবতিদের কাছে যাবে বিজেপি - unemployed youths
🎬 Watch Now: Feature Video
বিজেপি ক্ষমতায় এলে কেউ বেকার থাকবে না। চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে যুবক-যুবতিদের কাছে পৌঁছাবে ভারতীয় যুব মোর্চা । জলপাইগুড়ির বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে বলেন, "আমরা এই চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে যুবক-যুবতিদের কাছে পৌঁছাব । আগামী ২০২১ নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে এই যুবক যুবতিদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে । কার্ডের একটা অংশে তাদের বিবরণ আমাদের লিখে দেবে আর একটি অংশ তাদের কাছে থাকবে । রাজ্যে ৭৫ লাখ এই প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে ।"