BJP সাংসদদের কাঁকড়াবিছে কামড়ায়নি যে তৃণমূলে যোগ দেবে : রাহুল সিনহা - তৃণমূলে যোগ
🎬 Watch Now: Feature Video
BJP সাংসদদের কাঁকড়াবিছে কামড়ায়নি যে তৃণমূলে যোগ দেবে ৷ বললেন BJP নেতা রাহুল সিনহা । বলেন, তৃণমূল একটা পার্টি হল । তৃণমূলের সাংসদদের কোনও সম্মান নেই । তৃণমূল নেতাদের কোনও মর্যাদা নেই। কী কারণে BJP-র লোক তৃণমূল কংগ্রেসে যোগ দেবে । তৃণমূল নিজেদের ভাঙন আটকানোর জন্য অপপ্রচার চালাচ্ছে । BJP-র চার সাংসদ, একজন বিধায়ক ও 16 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দিচ্ছেন বলে সম্প্রতি খবর ছড়িয়েছিল। তা নিয়েই আজ এই মন্তব্য করেন রাহুলবাবু ।