তৃণমূলের গড়ে বিজেপির বাইক মিছিল - SOUMITRA KHAN ON ABHISHEK
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ কলকাতায় বাইক মিছিল করল বিজেপি । বেহালা চৌরাস্তা থেকে উত্তর পঞ্চান্নগ্রাম পর্যন্ত মিছিলে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । মুখ্যমন্ত্রীকে স্টিকার দিদি কটাক্ষ করে তিনি বলেন , " তৃণমূল যা সন্ত্রাস করছে তার বিরুদ্ধে মিছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোরাকারবারী করে , এই চোরের বিরুদ্ধে আমাদের মিছিল এবং দক্ষিণ কলকাতায় ওদের ক্ষমতা থাকলেও আমরা কোনও অংশে কম না , আমরা সেটা দেখাতে চাই যুবকরা আমাদের সঙ্গে আছে । পুলিশকে তুলে নিন মাঠে দেখা হবে ময়দানে দেখা হবে কথা হবে রাস্তায় । "