"হাবড়ায়, জলপাইগুড়িতে ধর্ষিতাদের জন্য মোমবাতি মিছিল করুন" - Mamata Banerjee on Hathras Gangrape
🎬 Watch Now: Feature Video
"বাংলায় একের পর এক ধর্ষণ হয়েছে । সৎ সাহস থাকলে হাবড়ায়, জলপাইগুড়িতে ধর্ষিতাদের জন্য মোমবাতি নিয়ে মিছিল করুন ।" হাথরসের ঘটনার প্রতিবাদে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকমিছিলকে পালটা আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । লালবাগে দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, "যোগী আদিত্যনাথের উপর পুরো ভরসা আছে । CBI তদন্ত করবে । দোষীরা কঠোর শাস্তি পাবে ।"