99 শতাংশ উন্নয়নের পরও দুয়ারে সরকার কেন ! কটাক্ষ খগেন মুর্মুর - bjp mp khagen murmu chanted the party trinamool
🎬 Watch Now: Feature Video
"6-7 বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় 99 শতাংশ উন্নয়ন করে ফেলেছিলেন । 1 শতাংশ বাকি ছিল । তাহলে এখন দুয়ারে সরকার করার কী দরকার ! আর এত করবার কী দরকার ছিল !" এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু । তিনি আরও বলেন, "আদিবাসীদের জন্য যদি কাজ করে থাকেন তাহলে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি করেছেন । তিনি 2003 সালে সাঁওতালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন । 2002 সালে ফরেস্ট অ্যাক্ট করা হয়েছে ।"