এগরায় কৃষক সুরক্ষা অভিযানে মুষ্ঠিভিক্ষা বিজেপির, কটাক্ষ তৃণমূলের - for protecting farmers

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2021, 6:12 PM IST

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একদিকে যেমন বিজেপি বিরোধী দলগুলি আন্দোলন করছে । অন্যদিকে কৃষি আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযান চালাচ্ছে বিজেপি নেতৃত্ব । আজ এগরা বিধানসভা এলাকায় বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা রাহুল সিনহাসহ দলীয় নেতৃত্ব এই অভিযানে শামিল হন । দুবদায় বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো করে চাল সংগ্রহ করেন । বিজেপির এই অভিযানকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা কমিটির সদস্য মাহমুদ হোসেন । তাঁর কথায়, "কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি শেম শেম । দিল্লিতে কৃষি ও কৃষক বিরোধী কালা কানুন প্রত্যাহারের দাবিতে শীতের প্রকোপে 60 দিনের বেশি দিন ধরে কৃষকরা রাজপথে পড়ে আছেন । আর রাহুল সিনহারা কৃষক প্রেম দেখানোর জন্য এগরার দুবদা এলাকায় ঘরে ঘরে গিয়ে মুষ্টিভিক্ষা করছেন । এত বড় দ্বিচারিতা, ভণ্ডামি এর আগে দেখা যায়নি ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.