অনুমতি পেলেই মারের বদলা মার হবে : সৌমিত্র খাঁ - মারের বদলা মারের হুমকি সৌমিত্র খাঁর
🎬 Watch Now: Feature Video
"দিলীপ ঘোষ অনুমতি দিলেই মারের বদলা মার দেওয়া হবে । পুলিশকে তৃণমূেলের চামচাগিরি করতে দেব না ।"
বারুইপুরে এই মন্তব্য করলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ । একাধিক দাবিতে আজ বারুইপুরে ডেপুটেশন জমা দিতে এই মন্তব্য করেন তিনি । ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মীদের । সৌমিত্র খাঁর নেতৃত্বে ওই মিছিলে যোগ দিয়েছিলেন কয়েকশো BJP কর্মী-সমর্থক । বাড়তে থাকা কোরোনা পরিস্থিতির মাঝেই সামাজিক দূরত্ব অগ্রাহ্য করে BJP-র তরফে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ।