গোরুর দুধে সোনা নিয়ে দিলীপের মন্তব্যে 'ভুল' দেখছেন না রাহুল - বর্ধমানের গোপষ্টমী উৎসব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4997065-thumbnail-3x2-sinha.jpg)
সম্প্রতি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানের গোপাষ্টমী উৎসবে যোগ দিয়ে বলেছিলেন, "দেশি গোরুর দুধ সোনালি হয় । কারণ, কুঁজে থাকে স্বর্ণনালি ৷ " দিলীপের এই দুধে সোনা থাকার মন্তব্যে সোশাল মিডিয়া থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শিবিরে একাধিক ব্যঙ্গ বিদ্রুপ করা হয় ৷ গতকাল এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাহুল সিনহা বলেন, "এখন অনেক বিজ্ঞানী এর পক্ষে মতামত দিতে শুরু করেছেন ৷ বিতর্ক একটা হচ্ছে ৷ তবে একটি বিষয় পরিষ্কার ৷ খাদ্যের মধ্যে উৎকৃষ্ট গোরুর দুধ ৷ আর ধাতুর মধ্যে উৎকৃষ্ট সোনা। সোনার সমান ক্ষমতা দুধের মধ্যে আছে বলেই দুধকে উৎকৃষ্ট পানীয়র তালিকায় রাখা হয়েছে ৷ ইতিমধ্যেই নানা জায়গা থেকে বিশেষজ্ঞরা মতামত দিতে শুরু করেছে ৷ তাই বিতর্ক ভালো ৷ বিতর্কের মধ্য দিয়ে একটি গঠনমূলক সিদ্ধান্তে আসা যায় ৷ কয়েকজন কোনও কিছুই সহ্য করতে পারেন না ৷ কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে অপদার্থ, অযোগ্য বলতে শুরু করেন ৷ " পাশাপাশি NRC নিয়ে সরব হন রাহুল সিনহা ৷ বলেন," NRC আতঙ্কে এরাজ্যে একটিও মৃত্যু হয়নি ৷ "