"যারা কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত, তাদের নিয়ে রাস্তায় নামছে বিরোধীরা" - Farm Act
🎬 Watch Now: Feature Video
"যারা দালাল, কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত; তাদের নিয়ে রাস্তায় নামছে বিরোধীরা ।" কৃষি আইনের প্রতিবাদে বিরোধীদের বাড়তে থাকা বিক্ষোভকে এইভাবেই কড়া ভাষায় সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বললেন, "সারা ভারতের কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিলে(আইন) খুশি । BJP কৃষকদের নিয়ে গ্রামে-গঞ্জে মিছিল করছে। কৃষকদের সঙ্গে আছে । কৃষকরা খুশি আছেন । আর যারা দালাল, তারা বিরোধী দলের সঙ্গে মিছিল করছে ।"