ETV Bharat / state

প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে লাল সতর্কতা - INDIA BANGLADESH BORDER

প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে জারি লাল সতর্কতা ৷ চলছে নাকা চেকিং ৷ সন্দেহভাজন কাউকে দেখলেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

INDIA BANGLADESH BORDER
ভারত-বাংলাদেশ সীমান্তে লাল সতর্কতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 5:36 PM IST

মালদা, 25 জানুয়ারি: তদারকি সরকারের জমানায় এখনও স্বাভাবিক নয় বাংলাদেশের পরিস্থিতি ৷ সাম্প্রতিক সময়ে যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ এ কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে জারি রয়েছে লাল সতর্কতা ৷

বিএসএফ-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলা সীমান্তে 10 দিনের 'ওপস অ্যালার্ট' মহড়া শুরু হয়েছে ৷ মালদার সুকদেবপুর ও সবদলপুর বিওপিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান নিয়োগ করা হবে ৷ প্রতিটি সীমান্ত চৌকিতে অন্তত চারজন করে জওয়ান নিযুক্ত করা হয়েছে ৷ 24 ঘণ্টা বর্ডার পেট্রোলিং চলছে ৷ দিনে ও রাতে জলপথেও চলছে বিশেষ নজরদারি ৷

কাঁটাতারের ওপারে ভারতীয় জমির ফসল নষ্টের অভিযোগে সরব হয়েছেন এপারের কৃষকরা ৷ সেই জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকারও হয়েছেন তাঁরা ৷ এসব নিয়ে ক’দিন আগেই মালদায় উত্তপ্ত হয়েছিল কালিয়াচক 23 নম্বর ব্লকের সুকদেবপুর সীমান্ত ৷ তার উপর ওপার বাংলায় এখন যুদ্ধের জিগির ৷ সে দেশের নাগরিকদের একাংশের সঙ্গে তাতে মদত দিচ্ছেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মগুরুও ৷ এসব কারণে রবিবার প্রজাতন্ত্র দিবসের আগে সজাগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৷ শুধু মালদা কিংবা গৌড়বঙ্গের তিন জেলা নয়, সম্পূর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে 'রেড অ্যালার্ট' ৷ আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছেন মালদায় কর্মরত এক বিএসএফ আধিকারিক ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক জানান, “বাংলাদেশি দুষ্কৃতীদের মোকাবিলায় আমরা তৈরি রয়েছি ৷ সীমান্তে লাল সতর্কতা জারি রয়েছে ৷ চলছে নাকা চেকিং ৷ সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই মুহূর্তে কাঁটাতারের পাশাপাশি কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ ভারতীয় কৃষকদের পরিচয়পত্র পরীক্ষা করে জমিতে যেতে দেওয়া হচ্ছে৷ তবে বিকেল তিনটের মধ্যে তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁদের নিরাপত্তার জন্য জওয়ানরা কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে পাহারা দিচ্ছেন ৷ আগামী 31 জানুয়ারি পর্যন্ত এভাবেই চলবে ৷”

মালদার যে দু'টি সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে, সেই সুকদেবপুর ও সবদলপুর গ্রাম দু'টি বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ৷ ওই পঞ্চায়েতের প্রধান আবদুর রহিম ইটিভি ভারতকে জানান, “10 জানুয়ারি থেকেই সীমান্তে বিএসএফ-এর নিরাপত্তা অনেক বেড়ে গিয়েছে ৷ স্থানীয় মানুষজনকেও কাঁটাতারের ধারে যেতে দেওয়া হচ্ছে না ৷ শুধুমাত্র ভারতীয় কৃষকদের জমিতে যাওয়ার জন্য ছাড় দেওয়া হচ্ছে ৷ এর মধ্যে সীমান্তে নতুন করে কোনও ঝামেলা হয়নি ৷ পুলিশও সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে ৷ আশা করা যাচ্ছে, প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নেই পার হবে ৷”

Security alert ahead of Republic Day
চলছে হোটেলে তল্লাশি (নিজস্ব চিত্র)

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, “প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সমস্ত হোটেল ও লজগুলিতে নজরদারি চালানো হচ্ছে ৷ ট্রেন, বাস, স্টেশন, শপিং মল, বাসস্ট্যান্ড, বাজার সহ ভিড়প্রবণ জায়গাগুলিতে চলছে বিশেষ তল্লাশি ৷ গোটা জেলায় সাদা পোশাকের পুলিশ মানুষের ভিড়ে মিশে নিজেদের কাজ করে যাচ্ছেন ৷ সীমান্ত এলাকার থানাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷”

Security alert ahead of Republic Day
স্টেশনে তল্লাশি রেল পুলিশের (নিজস্ব চিত্র)

পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার মণীশকুমার গুপ্তাও জানান, “প্রজাতন্ত্র দিসবকে কেন্দ্র করে এই ডিভিশনের সমস্ত স্টেশন এবং রেল লাইনে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি বড় স্টেশনে নজরদারি চালানো হচ্ছে ৷ 24 ঘণ্টা লাইন দেখাশোনা করছেন রেলকর্মীরা ৷ আরপিএফ-এর তরফে স্নিফার ডগ দিয়ে স্টেশনে তল্লাশি চলছে ৷”

মালদা, 25 জানুয়ারি: তদারকি সরকারের জমানায় এখনও স্বাভাবিক নয় বাংলাদেশের পরিস্থিতি ৷ সাম্প্রতিক সময়ে যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ এ কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে জারি রয়েছে লাল সতর্কতা ৷

বিএসএফ-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলা সীমান্তে 10 দিনের 'ওপস অ্যালার্ট' মহড়া শুরু হয়েছে ৷ মালদার সুকদেবপুর ও সবদলপুর বিওপিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান নিয়োগ করা হবে ৷ প্রতিটি সীমান্ত চৌকিতে অন্তত চারজন করে জওয়ান নিযুক্ত করা হয়েছে ৷ 24 ঘণ্টা বর্ডার পেট্রোলিং চলছে ৷ দিনে ও রাতে জলপথেও চলছে বিশেষ নজরদারি ৷

কাঁটাতারের ওপারে ভারতীয় জমির ফসল নষ্টের অভিযোগে সরব হয়েছেন এপারের কৃষকরা ৷ সেই জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকারও হয়েছেন তাঁরা ৷ এসব নিয়ে ক’দিন আগেই মালদায় উত্তপ্ত হয়েছিল কালিয়াচক 23 নম্বর ব্লকের সুকদেবপুর সীমান্ত ৷ তার উপর ওপার বাংলায় এখন যুদ্ধের জিগির ৷ সে দেশের নাগরিকদের একাংশের সঙ্গে তাতে মদত দিচ্ছেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মগুরুও ৷ এসব কারণে রবিবার প্রজাতন্ত্র দিবসের আগে সজাগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৷ শুধু মালদা কিংবা গৌড়বঙ্গের তিন জেলা নয়, সম্পূর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে 'রেড অ্যালার্ট' ৷ আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছেন মালদায় কর্মরত এক বিএসএফ আধিকারিক ৷

নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক জানান, “বাংলাদেশি দুষ্কৃতীদের মোকাবিলায় আমরা তৈরি রয়েছি ৷ সীমান্তে লাল সতর্কতা জারি রয়েছে ৷ চলছে নাকা চেকিং ৷ সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই মুহূর্তে কাঁটাতারের পাশাপাশি কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ ভারতীয় কৃষকদের পরিচয়পত্র পরীক্ষা করে জমিতে যেতে দেওয়া হচ্ছে৷ তবে বিকেল তিনটের মধ্যে তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁদের নিরাপত্তার জন্য জওয়ানরা কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে পাহারা দিচ্ছেন ৷ আগামী 31 জানুয়ারি পর্যন্ত এভাবেই চলবে ৷”

মালদার যে দু'টি সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে, সেই সুকদেবপুর ও সবদলপুর গ্রাম দু'টি বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ৷ ওই পঞ্চায়েতের প্রধান আবদুর রহিম ইটিভি ভারতকে জানান, “10 জানুয়ারি থেকেই সীমান্তে বিএসএফ-এর নিরাপত্তা অনেক বেড়ে গিয়েছে ৷ স্থানীয় মানুষজনকেও কাঁটাতারের ধারে যেতে দেওয়া হচ্ছে না ৷ শুধুমাত্র ভারতীয় কৃষকদের জমিতে যাওয়ার জন্য ছাড় দেওয়া হচ্ছে ৷ এর মধ্যে সীমান্তে নতুন করে কোনও ঝামেলা হয়নি ৷ পুলিশও সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে ৷ আশা করা যাচ্ছে, প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নেই পার হবে ৷”

Security alert ahead of Republic Day
চলছে হোটেলে তল্লাশি (নিজস্ব চিত্র)

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, “প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গোটা জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সমস্ত হোটেল ও লজগুলিতে নজরদারি চালানো হচ্ছে ৷ ট্রেন, বাস, স্টেশন, শপিং মল, বাসস্ট্যান্ড, বাজার সহ ভিড়প্রবণ জায়গাগুলিতে চলছে বিশেষ তল্লাশি ৷ গোটা জেলায় সাদা পোশাকের পুলিশ মানুষের ভিড়ে মিশে নিজেদের কাজ করে যাচ্ছেন ৷ সীমান্ত এলাকার থানাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷”

Security alert ahead of Republic Day
স্টেশনে তল্লাশি রেল পুলিশের (নিজস্ব চিত্র)

পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার মণীশকুমার গুপ্তাও জানান, “প্রজাতন্ত্র দিসবকে কেন্দ্র করে এই ডিভিশনের সমস্ত স্টেশন এবং রেল লাইনে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি বড় স্টেশনে নজরদারি চালানো হচ্ছে ৷ 24 ঘণ্টা লাইন দেখাশোনা করছেন রেলকর্মীরা ৷ আরপিএফ-এর তরফে স্নিফার ডগ দিয়ে স্টেশনে তল্লাশি চলছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.