Dilip Ghosh On Bengal Civic Poll 2022 : পৌরভোট একমাস পিছনো উচিত ছিল, মত দিলীপ ঘোষের - BJP Leader Dilip Ghosh criticizes Mamata Government
🎬 Watch Now: Feature Video
বিজেপির দাবি অর্ধেক মেনেছে নির্বাচন কমিশন, নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানালেন (BJP Leader Dilip Ghosh criticizes Mamata Government over Bengal Civic Poll) ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাঁর মত পার্টির মধ্যে বড় পরিবর্তন হচ্ছে, মানিয়ে নিতে সময় লাগবে । ভোট পিছনো নিয়ে তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে প্রশ্ন করেন, "কমপক্ষে একমাস পিছনো উচিত ছিল ৷ সরকার কি বলতে পারে, 15 দিনে সব নর্মাল হয়ে যাবে ?" আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি জানান, ওনার কথা বলা উচিত ৷ না হলে শরীর খারাপ হয়ে যাবে ৷ কথা বললে অন্তত শরীরটা ঠিক থাকবে।
TAGGED:
বিজেপি নেতা দিলীপ ঘোষ