Arjun Singh on KMC Election 2021 : কলকাতায় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, কটাক্ষ বিজেপির অর্জুন সিংয়ের - Latest News on TMC
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) নিয়ে ব্যারাকপুরের সাংসদ তথা এ রাজ্যে বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং বলেন, ‘‘এটা নির্বাচন হচ্ছে ? সকাল থেকে চলছে বোমাবাজি, মারধর, বুথ দখল । মীনাদেবী পুরোহিতের মতো প্রার্থীর জামা-কাপড় ছিঁড়ে যাওয়া হচ্ছে । এক একটা লোক যাচ্ছে, পাঁচ-ছ’টা করে ভোট পড়ছে ৷ পুলিশ তামাশা দেখছে । বোমাবাজিতে মানুষের পা উড়ে যাচ্ছে । আর তৃণমূল আর পুলিশ বলছে এটা কালিপটকা ছিল । নির্বাচনে কালিপটকাও তো নিষিদ্ধ আছে । কালিপটকা আসছে কোথা থেকে ?’’ তাঁর অভিযোগ, ভোটের নামে প্রহসন চলছে আজ (BJP leader Arjun Singh attacks tmc on kmc election 2021) ।