"টাকা নেওয়ার জন্য হেলিকপ্টারে ঘুরবেন, না পেলে গালাগালি করবেন," মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অর্জুনের - NEET and JEE issue

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 30, 2020, 7:18 PM IST

একাধিক ইশুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা অর্জুন সিং ৷ আজ হুগলির চণ্ডীতলায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্য সরকার টাকা নেওয়া ছাড়া কিছু মানে না ৷ সাধারণ মানুষকে সরাসরি কেন্দ্রীয় সরকার টাকা দিলে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ৷ কারণ তিনি সেটা মানতে পারেন না ৷ কিন্তু ট্রেজ়ারিতে টাকা দিলে উনি খুশি হন ৷ তখন কেন্দ্রীয় সরকার খুব ভালো ৷ বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশও মানতে চাইছেন না ৷" NEET ও JEE পরীক্ষার্থীদের প্রসঙ্গ টেনে সাংসদ বলেন, "আপনি না পারলে বলুন, BJP পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ৷" পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, "আমফানের টাকা নেওয়ার সময় তো তিনি বলেননি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব না ৷ টাকা নেওয়ার জন্য হেলিকপ্টারে ঘুরব ৷ আর টাকা না পেলে বা চুরি করলে সেটা কেন্দ্র জেনে গেলে তখন কেন্দ্রকে গালাগালি করবেন ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.