ধান্দাবাজ ও পচা আলু নিয়ে বিজেপি বাগান সাজাচ্ছে, কটাক্ষ সুজাতার - TMC
🎬 Watch Now: Feature Video
ফের শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন সুজাতা খাঁ । বলেন, "তৃণমূলেরই ধান্দাবাজ ও পচা আলু নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বাগান সাজাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে দেওয়া পচা আলুকে নিয়ে সাজাতে হচ্ছে । " পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা "তোলাবাজ ভাইপো" কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, "অধিকারীবাবুর হিম্মত থাকে তো ভাইপো বলে কটাক্ষ না করে বাপের বেটা হলে নাম ধরে কটাক্ষ করুন । এত বছর নির্লজ্জের মতো বসে থেকে এখন দলত্যাগ করেছেন মিরজ়াফর । "