লক্ষ্য '21, উলুবেড়িয়ায় BJP-র উচ্চ পর্যায়ের বৈঠক - Kailash Vijayvargiya
🎬 Watch Now: Feature Video
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তৎপর BJP । আজ উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি রিসর্টে BJP-র উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র কেন্দ্রীয় নেতা সুনীল দেওধর, কৈলাস বিজয়বর্গীয়, জ্যোতির্ময় সিং মাহাত, কুনাল হেমব্রম সহ একাধিক নেতা । BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্যকে পাঁচটি সাংগঠনিক জ়োনে ভাগ করা হয়েছে । এক একটি কেন্দ্রীয় নেতার দায়িত্বে থাকবে একেকটি জ়োন । পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, জেলা থেকে বুথ পর্যন্ত প্রতিটি সাংগঠনিক স্তরে কী কী প্রয়োজন এবং কীভাবে সংগঠনকে আরও মজবুত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে ।