আচ্ছে দিনের নামে বুরে দিন এনেছে BJP সরকার : কাকলি ঘোষ দস্তিদার - মধ্যমগ্রামে প্রতিবাদ তৃণমূলের
🎬 Watch Now: Feature Video
মধ্যমগ্রামের দিগবেরিয়ায় কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতায় পথে নামলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । সেখানে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির কারণে মানুষের উপর চাপ পড়ছে । মানুষের স্বার্থেই আজ পথে নামতে বাধ্য হয়েছি ৷" তিনি আরও বলেন, "অপরিশোধিত তেলের দাম যখন সর্বনিম্ন তখন জ্বালানি তেলের দাম সর্বাধিক । 22 বার পেট্রল-ডিজ়েলের দাম বাড়িয়েছে কেন্দ্র । জ্বালানির দাম বাড়ায় বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম । সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ৷" তাঁর অভিযোগ, "আচ্ছে দিনের নামে বুরে দিন এনেছে কেন্দ্রের BJP সরকার । কয়লা, রেল, বিমানের মতো জাতীয় সম্পদ বিক্রি ও বেসরকারিকরণের চেষ্টা চলছে।"