Sajal Ghosh on KMC Election 2021 : জয় নিয়ে 100 শতাংশ আশাবাদী বিজেপির সজল - Latest News on Kolkata Municipal Election
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের নির্বাচনে 50 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ ৷ তিনি জানালেন, জয়ের ব্যাপারে তিনি 100 শতাংশ আশাবাদী (bjp candidate ward 50 confident about his win in kmc election 2021) ৷ তাঁর ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলছে, তার কোনও ভিত্তি নেই ৷ কলকাতার অন্য ওয়ার্ডগুলিতেও গণতান্ত্রিক উপায়ে ভোট হোক, এমন দাবিও তিনি তুলেছেন ৷