KMC Election 2021 : 22 নম্বর ওয়ার্ডে জয় নিশ্চিত বলে দাবি বিজেপির মীনাদেবী পুরোহিতের
🎬 Watch Now: Feature Video
মীনাদেবী পুরোহিত ৷ দীর্ঘদিনের বিজেপি কাউন্সিলর ৷ এবারও কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021) তাঁকে 22 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে ৷ শুক্রবার তিনি প্রচার করেন বড়বাজারের লেবুতলার গাঙ্গুলিপাড়া স্ট্রিটে ৷ সেখানেই তিনি ইটিভি ভারতকে জানালেন যে, জয় ব্যাপারে 100 শতাংশ নিশ্চিত (bjp candidate meenadevi purohit confident to win kmc election from ward number 22) ৷ পুরো ওয়ার্ডই তাঁর পরিবারের মতো ৷ তাই কোনও প্রতিপক্ষ নেই ৷