"সুব্রত বক্সিকে ফোন করেছে, কেষ্টকে ফোন করেছে বিজেপি" - বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ মমতার
🎬 Watch Now: Feature Video
এবার বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের । বলেন, "আপনাদের যদি বলি, আপনারা অনেকে জানেন না । শুনলে লজ্জা পাবেন । সুব্রত বক্সি আমার রাজ্যের সভাপতি ও রাজ্যসভার এমপি । কোথায় গেছে বিজেপি ! সুব্রত বক্সিকে ফোন করেছে , বলেছে দাদা আপনার সঙ্গে কথা আছে । দিল্লি থেকে কেষ্টকে (অনুব্রত মণ্ডল) ফোন করে বলছে দাদা আপনার সঙ্গে বসব । আমার রাজ্যের সভাপতিকে ফোন করছে ! কী ভয়ানক ! সাধারণ শালীনতা নেই । "
Last Updated : Dec 16, 2020, 6:28 PM IST