দুর্গাপুরে হেলমেট ছাড়াই বাইক মিছিল বিজেপির - দুর্গাপুরে হেলমেট ছাড়াই বিজেপির বাইক মিছিল
🎬 Watch Now: Feature Video
আজ দুর্গাপুরে মুচিপাড়া থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত বাইক মিছিল করে বিজেপি । অনেকেই হেলমেট পরেননি । তা নিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "এরাজ্যে আইন না মানাই আইন হয়ে গেছে । বাইক মিছিলে সাধারণত হেলমেট থাকে না, এটা কোনও সাফাই নয় । তৃণমূলের লোকেদের যখন আইন নেই, আমাদের এখানেও কোনও আইন নেই ।"