চোপড়ার দুটি খুনই BJP আশ্রিত দুষ্কৃতীরা করেছে : তৃণমূল বিধায়ক - হামিদুল রহমান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2020, 4:27 PM IST

BJP-র দুষ্কৃতীরাই চোপড়ার কিশোরী এবং আজ উদ্ধার হওয়া মৃত যুবককে খুন করেছে । বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ৷ রবিবার চোপড়ায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় ৷ এদিকে আজ এলাকার একটি পুকুর থেকে ফিরোজ আলি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । হামিদুল রহমান বলেন, "গতকাল কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, আজ ছেলেটির দেহ উদ্ধার হল । বিষয়টি পরিষ্কার ৷" তিনি আরও বলেন, "ওদের মধ্যে কোনওরকম সম্পর্ক ছিল না । ওরা এক স্কুলে পড়ত, এই অবধি ৷ একসঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।" পুলিশি তদন্তে ভরসা রাখছেন তৃণমূল বিধায়ক । তিনি বলেন, "কিশোরীর দেহ ময়নাতদন্ত করে জানা গিয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ৷ রিপোর্টে ধর্ষণ বা শারীরিক নিগ্রহের উল্লেখ নেই । যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হলে রহস্যের উদঘাটন হবে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.