নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি দেবশ্রীর - বিজেপি সর্বভারতীয় সভাপতি
🎬 Watch Now: Feature Video
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বক্তব্য বিকৃত করা হয়েছে ৷ এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি। আজ উকিলপাড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরি। প্রসঙ্গত, নাড্ডার করা রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস সেই বক্তব্যকে হাতিয়ার করে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে । যদিও মন্ত্রী বলেন, রাজ্য সরকার সর্বভারতীয় সভাপতির বক্তব্যকে বিকৃত করে বাজারে ছাড়ছে । বিজেপি সভাপতির পুরো বক্তব্য টুইট করা হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী দেউলিয়া হয়ে গেছেন। তাই কেন্দ্রীয় নেতার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে।
Last Updated : Dec 12, 2020, 9:59 PM IST