Covid Surge in KMC : সংক্রমণের জেরে বন্ধ কলকাতা পৌরনিগমের জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিভাগ, হয়রানি সাধারণের - Birth and Death Certificates Department of KMC
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিভাগ বন্ধ থাকায় (Birth and Death Certificates Department of KMC Close) হয়রানির শিকার হতে হল দূরদূরান্ত থেকে আসা লোকজনকে ৷ বিভাগের একাধিক কর্মী ও আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় 3 দিন অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে (KMC Close Due to Covid) ৷ তবে, তা অনেকেই জানতেন না ৷ ফলে শনিবার সকালে জন্ম ও মৃত্যুর শংসাপত্র অফিসের গেটের বাইরে লোকজনের জমায়েত দেখা যায় ৷ তাঁদের মধ্যে কেউ লালগোলা থেকে, তো কেউ হালিশহর থেকে এসেছেন ৷ অনেকে বারুইপুর থেকে ৷ ফলে সপ্তাহের শেষ কাজের দিনে পৌরনিগমের প্রধানভবন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷