উষ্ণ অভ্যর্থনায় পাহাড়ে ফিরলেন বিনয়, অনিত - পাহাড়ে ফিরলেন বিনয় তামাং, অনিত থাপা
🎬 Watch Now: Feature Video
পাহাড়ে ক্ষমতার দখল নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়েছে মোর্চার দুই শিবিরে । একদিকে যখন বিনয় তামাং সরাসরিই বলছেন, পাহাড়ে গুরুং ক্লোসড চ্যাপ্টার, তখন গতকালই ভেঙে যাওয়া GTA বোর্ডের একাধিক সভাসদকে পাশে বসিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন বিমল গুরুং । জানিয়ে দেন, BJP ছেড়ে সকলে ফের গুরুং শিবিরে ভিড়েছেন । হাবেভাবে বুঝিয়ে দেন পাহাড়ে এখনও গুরুং-এর প্রভাব যথেষ্ট । এই পরিস্থিতিতে আজ কলকাতা থেকে ফিরে বিনয় তামাঙের প্রতিক্রিয়া 'Mission accomplished'।