লকডাউনে সক্রিয় বিধাননগর পুলিশ, পথে কমিশনার - কলকাতা বিমানবন্দর
🎬 Watch Now: Feature Video
রাজ্যের অনান্য জায়গার মতো লকডাউনের চেনা ছবি নিউটাউন, কলকাতা বিমানবন্দর, লেকটাউন, সল্টলেক সহ বিধাননগর কমিশনারেটের সর্বত্র ৷ লকডাউনের জেরে সকাল থেকেই ফাঁকা এই সমস্ত এলাকা । সাপ্তাহিক লকডাউন পালন করতে তৎপরতা দেখাল পুলিশও । আজ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন বিধাননগরের নবনিযুক্ত পুলিশ কমিশনার মুকেশ কুমার । লকডাউন মানা হচ্ছে কি না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না খতিয়ে দেখেন তিনি । একইসঙ্গে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের কোনও অসুবিধা হচ্ছে কি না খোঁজখবর নিতে আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে যান পুলিশ কমিশনার ।