সবংয়ে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ ওড়ালেন ভারতী - ভারতী ঘোষ
🎬 Watch Now: Feature Video
সবং-এর মোহাড়ে তৃণমূলের পার্টি অফিস হামলা । আহত 5 তৃণমূল কর্মীর অভিযোগ, হামলা চালিয়েছে BJP । যদি অভিযোগ অস্বীকার করেছে BJP । BJP নেত্রী ভারতী ঘোষ বলেন, "এই ঘটনার সঙ্গে BJP সম্পর্কযুক্ত নয় । কারণ তৃণমূলই বারবার আমাদের উপর আক্রমণ করে । ওদের হাতে পুলিশ । BJP-র অভিযোগ নেয় না পুলিশ । সেখানে কীভাবে তৃণমূল কর্মীদের আক্রমণ করবে BJP কর্মীরা ! ঘটনা ঘটিয়েছে তৃণমূল । আক্রান্ত হয়েছে আমাদের কর্মীরা ।"
Last Updated : Oct 3, 2020, 12:24 AM IST