প্রশান্ত কিশোরের ভাইরাল অডিয়ো নিয়ে মুখ খুললেন রাজীব বন্দ্যোপাধ্যায় - প্রশান্ত কিশোরের ভাইরাল অডিয়ো
🎬 Watch Now: Feature Video
চতুর্থ দফা নির্বাচনের দিন প্রশান্ত কিশোরের ফাঁস হওয়া অডিয়ো টেপ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ বিজেপি নেতা তথা বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য আজ সকালে 4টি অডিও চ্যাট প্রকাশ্যে আনেন ৷ যে আলোচনায় প্রশান্ত কিশোর ছাড়াও অংশ নিয়ে ছিলেন ভারতের নাম করা সাংবাদিক থেকে শুরু করে একাধিক বিশিষ্টরা ৷ যেখানে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছিল, বাংলায় বিজেপির জনপ্রিয়তার অন্যতম কারণ তৃণমূল সকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ৷ আর বিগত 40 বছরেরও বেশি সময় ধরে মুসলিম তোষণ ৷ এনিয়ে আগেই চুঁচুড়া লকেট চট্টোপাধ্য়ায় নিজের মতামত প্রকাশ করেছেন ৷ এবার এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল থেকে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলে থাকার সময় আমি কথা বলেছিলাম প্রশান্ত কিশোরের সঙ্গে ৷ পরিস্থিতি যে অনুকুল নয়, তা নিয়ে আলোচনা হয়েছিল ৷’’ তাঁর দাবি, বিজেপি এমনিতেই ক্ষমতায় আসছে ৷ এই অডিয়ো টেপ ভোটের ফলে কোনও প্রভাব ফেলবে না ৷