তৃণমূলকে আক্রমণ হরিরামপুরের বিজেপি প্রার্থীর - harirampur bjp candidate nilanjan roy
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার চাইছে বাংলার মানুষ । জিত আমদেরই । বললেন হরিরামপুর আসনের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় । নিজের কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন তিনি । সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলাঞ্জনবাবু বলেন, "তৃণমূল সারা রাজ্যে সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপোষণ করে গণতন্ত্রের হত্যা করেছে । বাংলায় গণতন্ত্রের পুনরুদ্ধার, কর্মসংস্থান, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইসব ইস্যু নিয়ে মানুষের কাছে ভোট চেয়েছি ।"