নিজেকে নিজে ভোট দিলাম, এ এক অন্য অনুভূতি : শোভনদেব - তৃণমূল প্রার্থী
🎬 Watch Now: Feature Video
ভোট দিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ ভবানীপুরে 71 নম্বর ওয়ার্ডে কাছারিপাড়া গোলাম মোহিনী স্কুলে ভোট দিলেন তিনি ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানালেন , এতদিন নিজের এলাকায় দলের অন্য সদস্যকে ভোট দিয়ে এসেছি ৷ এই প্রথম নিজের কেন্দ্র ভোট নিজে দিলাম ৷ এ এক অন্য অনুভূতি ৷" জয়ের ব্যাপারেও তিনি একশো শতাংশ আশাবাদী ৷ বললেন প্রায় সব কটি ওয়ার্ডেই তিনি জিতবেন ৷