দমদমে ফেরাতে ছন্দ, প্রত্যয়ী বিজেপি প্রার্থী বিমলশঙ্কর নন্দ - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 14, 2021, 4:13 PM IST

দমদমে মূল লড়াই তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু এবং দমদমের বিজেপি প্রার্থী অধ্যাপক বিমলশঙ্কর নন্দের মধ্যেই ৷ একদিকে খাবার জলের অভাব, অন্যদিকে জল নিষ্কাশনের সমস্যায় জর্জরিত দমদমবাসী ৷ এই অবস্থায় পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে চান তিনি ৷ সংযুক্ত মোর্চার জোটকে 'ময়ূর পুচ্ছধারী কাক' বলে অভিহিত করেন ৷ তাঁর কথায়, 34 বছরের বামফ্রন্ট যেদিন 34 বছরের যুবকের কাছে মাথা নত করেছে, সে-দিনই মানুষ তাঁদের ছেড়ে দিয়েছে ৷ বাকিটা ফলাফল বলবে ৷ দমদমের সাধারণ নাগরিক হিসাবে তিনি দমদমের সমস্যা বুঝতে পারেন বলে দাবি করেন ৷ তাঁর প্রতিপক্ষ শাসকদলের প্রার্থী ব্রাত্য বসু কী কাজ করেছেন তা জানতে চান বিমলবাবু ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.