দোকান খুলতে গেলেও তোলা দিতে হয়, অরূপকে তোপ বাবুলের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
খেলা নয়... বিকাশ হবে ৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ এবার ভোটে টালিগঞ্জে তাঁর বিপরীতে লড়ছেন অরূপ বিশ্বাস ৷ তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে বাবুল বলেন, ‘‘টালিগঞ্জে যে কোনও কাজ করতে গেলে, দুই ভাইকে তোলা দিতে হয় ৷ অনেকে বলছেন, গোটা টালিগঞ্জটাই নাকি দুই ভাইয়ের কন্ট্রোলে ৷ এটাকে বন্ধ করতে হবে ৷’’ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনটাই বলছেন বাবুল সুপ্রিয় ৷