পিপিই কিট পরে শিলিগুড়িতে ভোট দিলেন 3 করোনা রোগী - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11441469-921-11441469-1618668638969.jpg)
ভোট দিলেন করোনা সংক্রমিত তিন রোগী। একই পরিবারের তিন সদস্য, স্বামী, স্ত্রী ও তাঁদের পুত্র আজ শিলিগুড়ি গার্লস হাইস্কুলে নিজেদের ভোট দেন। তিন জনেই অবশ্য পিপিই কিট পরেছিলেন। তাঁরা সুভাষপল্লির বাসিন্দা। তিনজনই বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা করছেন। নির্বাচন কমিশনের সহযোগিতায় অ্য়াম্বুলেন্সে করে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ভোট দেন।