তৃণমূলের দুর্নীতি মানুষ দেখেছে, বললেন হরিপালের আইএসএফ প্রার্থী - হরিপালের আইএসএফ প্রার্থী সিমল সোরেন
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের দুর্নীতি মানুষ দেখেছে, উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে ৷ বেশিরভাগ জায়গার বিজেপি প্রার্থী মানেই তৃণমূলের প্রাক্তন ৷ মানুষ সেটা মেনে নিতে পারছে না ৷ তাই জিত আমাদেরই ৷ এমনটাই মন্তব্য করলেন হরিপালের আইএসএফ প্রার্থী সিমল সোরেন ৷ ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,"দুএক জায়গায় একটু অশান্তি হলেও ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"