অসুস্থতার জন্য় কৃষ্ণনগরে মাঝপথে ব়্য়ালি বন্ধ করলেন মিঠুন - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11460881-717-11460881-1618832315679.jpg)
কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী মুকুল রায়ের হয়ে প্রচার করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত ব়্য়ালি করার কথা থাকলেও মাঝরাস্তা থেকেই চলে যান তিনি ৷ অসুস্থ হয়ে পড়ায় পিসফুল মোড় থেকেই চলে যান তিনি ৷ এমনকী, সাংবাদিকদের মুখোমুখি হয়েও শারীরিক অসুস্থতার জন্য় তিনি কথা বলতে পারলেন না ৷ তবে মিঠুন জানান, যতদিন পারবেন প্রচার চালিয়ে যাবেন।