মগরাহাটে শেষবেলার প্রচারে দিলীপ-হিরণ - দিলীপ ঘোষের রোড শো
🎬 Watch Now: Feature Video
শেষবেলায় প্রচারে ঝড় তুলতে মরিয়া বঙ্গ বিজেপি । আজ মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দন নস্করের সমর্থনে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় । মগরাহাট থানা থেকে আতাসূরা পর্যন্ত 3 কিলোমিটার রোড শো করেন তাঁরা ৷