Pandaveswar Electric Department : পাণ্ডবেশ্বরে বিদ্যুৎ দফতরে হামলার অভিযোগ বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে - BDOs Office Contractors Attack on Pandaveswar Electric Department

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 28, 2021, 12:12 PM IST

বিদ্যুতের বিল বেশি এসেছে ৷ এই অভিযোগে পাণ্ডবেশ্বরে বিদ্যুৎ দফতরে হামলা চালানোর অভিযোগ বিডিও’র অফিসের ঠিকাদার ও কর্মীদের বিরুদ্ধে (BDOs Office Contractors Attack Allegedly on Pandaveswar Electric Department) ৷ ঘটনায় বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মী মিলিয়ে 4 জন আহত হয়েছেন ৷ পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এনিয়ে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পাণ্ডবেশ্বরের বিডিও অভিষেক মিশ্র ৷ অভিযোগ, বিদ্যুতের বিল বেশি আসায় পাণ্ডবেশ্বর বিডিও’র দফতরের বাপ্পা নামে এক ঠিকাদার তাঁর লোকজন নিয়ে বিদ্যুৎ দফতরে যান ৷ সেখানে প্রথমে কর্মী ও পরে আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ৷ এরপর তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ যদিও, গোটা ঘটনায় পাল্টা বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন বিডিও অভিষেক মিশ্র ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.