ড্রোন দিয়ে এলাকা জীবাণুমুক্ত করার উদ্যোগ বাঁকুড়ার বিজেপি সাংসদের - BJP
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12081394-thumbnail-3x2-pp.jpg)
করোনা সংক্রমণ রুখতে সারেঙ্গায় ড্রোনের সাহায্যে এলাকা জীবাণুমুক্ত করার উদ্যোগ নিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। বৃহস্পতিবার সারেঙ্গা মিশন মাঠের সবজি মার্কেট ও সারেঙ্গা চৌরাস্তা মোড় এলাকা জীবাণুমুক্ত করা হয় ৷ সাংসদ নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন ৷ কিন্তু কাজ করতে গিয়ে সারেঙ্গাবাসীর ক্ষোভের মুখে পড়েন তিনি ৷ পাশাপশি বিজেপি সাংসদের এই কাজকে কটাক্ষ করেছে তৃণমূল ৷ সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মিশ্রের কটাক্ষ, "সারেঙ্গাবাসীর দুর্ভাগ্য বা সৌভাগ্য জানি না, এত দিন পর তিনি এখানে এসেছেন। এলাকা শুধু জীবাণুমুক্তকরণ করলেই হবে না , মানুষের জন্য কিছু করুন।"