মালদায় বন্ধ দোকানপাট, কিন্তু স্বাভাবিক যান চলাচল - বাম-কংগ্রেসের বনধ
🎬 Watch Now: Feature Video
আজ বামেদের ডাকে রাজ্যজুড়ে 12 ঘণ্টার বাংলা বনধ । বনধের মিশ্র প্রভাব পড়েছে মালদায় । আর পাঁচটা দিনের মতোই সকাল থেকে রাস্তায় বাস-অটো চলছে, কিন্তু তালাবন্ধ রয়েছে দোকানপাট । অন্যদিকে বনধ সমর্থনকারীরা পথে নেমেছে । পুলিশ পিকেটিং বসেছে ।