কোরোনার কোপ, বিকিকিনি কম ব্যান্ডেল চার্চ-চত্বরের দোকানে - bandel church in christmas
🎬 Watch Now: Feature Video
বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ আলো দিয়ে সাজানো হয়েছে । গোশালা তৈরি করা হয়েছে চার্চ গেটের সামনেই । তবে বিগত বছরের তুলনায় অনেকটাই ছোটো । কোরোনা আবহে বড়দিনের উৎসবের মেজাজ নেই ব্যান্ডেল চার্চ চত্বরে । এই বছর সাধারণের প্রবেশ বন্ধ চার্চের প্রার্থনা ঘরে । চার্চের সামনের মাঠেও প্রবেশ করতে পারবেন না কেউ । চার্চের সামনের দোকানে কিছু বিকিকিনি দেখা গেলেও সেইভাবে নজরে আসেনি ভিড় । দেখা গেল কিছু স্থানীয় মানুষকে। এক বিক্রেতা জানান, তিনি 30 বছর দোকানদারি করছেন। কিন্তু, এমন অবস্থা কখনোই দেখেননি । কোরোনা আবহের জন্য মাল তুলতে পারেননি দোকানে । চার্চ বন্ধ থাকায় বাইরের লোক আসছে না, ফলে কমে গেছে কেনাকাটা ।