Baby Elephant Rescued : নালার জলে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার বনকর্মীদের - হস্তিশাবক উদ্ধার
🎬 Watch Now: Feature Video
খাবারের সন্ধানে রেতীর জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে যাচ্ছিল 15টি হাতির দল ৷ পথেই পড়ে হাতিনালা ক্যানেল ৷ বড় হাতিরা ক্যানেল অনায়াসে পার হলেও নালার জলে আটকে যায় দলের থাকা দুটি হস্তিশাবক ৷ হাতির দল একটি শাবককে উদ্ধার করতে পারলেও প্রায় 500 মিটার ভেসে যায় অন্যটি ৷ শুকনো জায়গায় উঠে আসার প্রবল চেষ্টা চালায় সে ৷ বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ তবে বাচ্চা হাতিটিকে ফেলে চলে যায়নি বড় হাতির দল ৷ বানারহাট কার্তিক ওরাওঁ হিন্দী কলেজের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল তারা ৷ বন দফতর হস্তিশাবকটিকে উদ্ধার করে সেখানেই ছেড়ে দেয় ৷ দলে মিশে যায় শাবকটি ৷