জল পাই কোথায় ? প্রকল্প উদ্বোধনের পরও কুলটিতে মেটেনি পানীয় জলের সমস্য়া - কুলটি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9822854-thumbnail-3x2-asn.jpg)
সাত-আট মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন । এলাকাবাসীর আশা ছিল এবার হয়ত মিটবে পানীয় জলের সমস্যা । কিন্তু কোথায় কী । কথামতো পরিবারপিছু পৌরনিগমকে 3000 টাকা দিয়েও কোনও সুরাহা হয়নি । অভিযোগ এমন্ই । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই জানালেন আমজনতা ।